ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

মাদারীপুর: মাদারীপুরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নির্মল গুহ ওরফে পুটু (৬০) উমেদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রপ্ত শিক্ষক।

 
ঘটনার পর তিনি পলাতক। তাকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।

শিশুটির পরিবার ও পুলিশের ভাষ্য মতে, সোমবার সকালে শিশুটিকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে যান নির্মল। এসময় তিনি ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এদিকে, কলা বাগানের কাছে খেলছিল কয়েকটি শিশু। ধর্ষণের একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অন্য শিশুরা স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ছুটে এলে পালিয়ে যান ধর্ষক নির্মল। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। আমাদের ধারণা, মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তাই সুস্পষ্ট তথ্য পেতে ফরেনসিক রিপোর্টের জন্য শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি আরো জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। শিবচর থানায় এ বিষয়ে মামলা করা হচ্ছে। এরই মধ্যে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।