ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানে পোপের প্রশংসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানে পোপের প্রশংসা পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ/ ছবি: পিআইডি

বাংলাদেশে সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেছেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (১২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান সিটিতে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

ভ্যাটিকান সিটিতে অবস্থিত হলি সি প্রেস অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে সহাবস্থান করায় পোপ ফ্রান্সিস প্রশংসা করেন এবং নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

ওই বার্তায় আরো বলা হয়, গত বছর বাংলাদেশ সফর করেন আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস। ওই সফরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। এজন্য বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।