ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম গঠিত কমিটির সদস্যরা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: মোস্তফা কাজলকে (বাংলাদেশ প্রতিদিন) সভাপতি ও তরিকুল ইসলাম সুমনকে (আমাদের অর্থনীতি) সাধারণ সম্পাদক করে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় চিড়িয়াখানা চত্বরে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতিরা হলেন- মো. জামালউদ্দিন (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সম্পাদক গোলাম সামদানী (সারাবাংলাডটনেট) এবং সাংগঠনিক সম্পাদক হাবিব পঞ্চায়েত (দৈনিক ইনকিলাব)।

এছাড়া কমিটির অর্থ সম্পাদক হলেন মো. মাহবুব উদ্দিন (দৈনিক বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুল সাদিক (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), দফতর সম্পাদক মো. জোবায়ের হোসাইন (আমাদের প্রাণীজগত ডটকম)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহসীনুল করিম লেবু (অবজারভার), এসএমএ কালাম (বাংলা রিপোর্ট), সুমি খাতুন (বিটিভি)।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।