ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সুমন হত্যা: মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
রূপগঞ্জে সুমন হত্যা: মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন মিয়া নিহত হওয়ার ঘটনায় রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার মটেরঘাট প্রেসক্লাব ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জের ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, দাউদপুরের ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, ইউপি সদস্য আলতাফ, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, স্বর্ণা আক্তার, মায়া বেগম, ময়না বেগম প্রমুখ।

 
 
এসময় বক্তারা বলেন, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীকে আসামি করে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবে রূপগঞ্জবাসী।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।