ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
নলডাঙ্গায় বাসচাপায় নারী নিহত নলডাঙ্গায় বাসচাপায় নারী নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গায় বাসচাপায় রেখা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাটোর-নওগাঁ মহাসড়কের নলডাঙ্গা পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রেখা উপজেলার ব্রহ্মপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, সকালে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলডাঙ্গা বারনই ব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি নলডাঙ্গা পৌরসভা মোড়ে রেখাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।