ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীতে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীতে আটক ১

ঢাকা: এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সাব্বির আহমেদ (১৯) নামে একজনকে আটক করেছে র‌্যাব-২। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার বাংলানিউজকে জানান, আটক সাব্বির ধামরাই এলাকার একটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সে তালতলা এলাকার বাসিন্দা।

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসির প্রশ্ন সরবরাহ করে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো সাব্বির।

তার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এএসপি ফিরোজ কাউসার।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।