ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেফতার

পাবনা: পাবনার ঈশ্বরদীতে সম্রাট (২৯) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

সম্রাট ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী আমবাগান মহল্লার সানোয়ার হোসেনের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বটেংরী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা তিনটি দেশীয় কুড়াল ও হাসুয়া জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, তার নামে  অস্ত্র, মাদক বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। মঙ্গলবার ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলা নথিভুক্ত করে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।