ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে প্রশ্নপত্র ফাঁসকারীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
মুরাদনগরে প্রশ্নপত্র ফাঁসকারীর ২ বছরের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত প্রশ্নপ্রত্র ফাঁসকারীর খাইরুল ইসলাম

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় খাইরুল ইসলাম (২১) নামে এক ব্যক্তিকে প্রশ্নপত্র ও সমাধানসহ হাতে-নাতে আটকে পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারের পাশ থেকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মেহেবুব।

আটক হওয়া খাইরুল ইসলাম উপজেলার কামাল্লা ইউপির নোয়াগাঁও গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম এ রায় দেন।

ইউএনও মিতু মরিয়ম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই প্রশ্নপ্রত্র ফাঁসকারীর তথ্য জানতে পেরে ছদ্মবেশী কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ‌১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।