ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
নারায়ণগঞ্জে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জামতলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ লাকী (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের জামতলা মেলা ফুড ভিলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

লাকী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক বিক্রেতা দেলু ওরফে মাস্টার দেলুর স্ত্রী।

তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা।  

জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার রাতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ লাকীকে আটক করা হয়েছে। তিনি নিহত মাদক বিক্রেতা মাস্টার দেলুর স্ত্রী।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।