ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে আনসার আল ইসলামের ২ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
মিরপুরে আনসার আল ইসলামের ২ সদস্য আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-১১)।

আটককৃতরা হলেন শাহদাত হোসেন সজীব ওরফে নাঈম (৩২) ও ইসতিয়াক আহমেদ ওরফে রবিন ওরফে অভি (২৮)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাব-১১ এর গোয়েন্দা শাখার কর্মকর্তা এএসপি আলেপ উদ্দিন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে একজন আনসার আল ইসলামের মিডিয়া শাখা এবং আরেকজন সামরিক শাখার সক্রিয় কর্মী। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।