ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ নগর ভবনের সামনে এ বিক্ষোভকারীরা/ ছবি: বাংলানিউজ

বরিশাল: বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নগর ভবনের হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের সামনে এ বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, গত পাঁচ মাস ধরে ৫’শত নিয়মিত কর্মকর্তা-কর্মচারী এবং দুই মাস ধরে প্রায় এক হাজার ৪’শ দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দেওয়া বন্ধ রয়েছে।

এতে বিসিসি’র সব কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন।

কর্তৃপক্ষ সেদিকে খেয়াল না রেখে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঠিকাদারদের বিল পরিশোধের জন্য চেক তৈরি করতে গোপনে বিসিসি’র নগর ভবন আসেন। ঘটনাচক্রে অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে বাধ্য হয়ে হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে দেয় বলেও জানান বিক্ষোভকারীরা।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা বাংলানিউজকে জানান, মাসের পর মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এ কারণে আমরা ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছি।  

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সচিব মো. ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান শিগগির হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।