ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত আনোয়ার হোসেন মিন্টু। ছবি: সংগৃহীত।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালস্থ র‍্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহীপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, নিহত যুবকের নাম আনোয়ার হোসেন মিন্টু(২৬), সে সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বাইকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় তার সখে থাকা দুই বন্ধু সাইফুর(২৫) ও ফরহাদ(২৭) আহত হয়েছেন।

নিহতের পরিবার জানা যায়, তিন বন্ধু মোটর সাইকেল চালিয়ে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে র‌্যাব ক্যাম্পের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা দেয়।

আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএইচডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।