ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক বৈঠকে কথা বলছেন চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঢাকা: পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দি‌নের স‌ঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্প‌তিবার (১৬ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রস‌চি‌বের দপ্তরে তিনি বৈঠক করেন।

বৈঠকে তারা বাংলা‌দেশ ও চী‌নের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তা‌রিত আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সহ‌যো‌গিতা, যৌথভাবে বাংলা‌দেশ-চ‌ী‌নের কূট‌নৈ‌তিক সম্প‌র্কের ৫০ বছর উদযাপন নিয়েও আলোচনা করেন।

আগামী ২০ জ‌ানুয়া‌রি চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌ন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এ বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।