ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১০ দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বাগেরহাটে ১০ দিনব্যাপী বইমেলা শুরু বইমেলার উদ্বোধন

বাগেরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটে দশ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে মেলার এ উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

পরে স্থানীয় সরকারের উপ-পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম।

মেলায় সরকারি-বেসরকারি ১৫টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।