ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের ২২টি ঘর পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ছইল আরাজিপাড়ার নূর আহমেদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত পাশাপাশি নয় পরিবারের ২২টি ঘর, ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে তারাগঞ্জ উপজেলার দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এদিকে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।