ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আশুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে জনী দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জনী চরলালপুর গ্রামের প্রবাসী উত্তম দাসের ছেলে। সে লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার সকালে তার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল বলে জানা যায়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি কড়ই গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খাবার খেয়ে জনী নিজ রুমে যায়। পরে রাত দুইটার দিকে বাড়ির পাশের একটি কড়ই গাছের ডালে জনীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। তবে, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।