মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাহিদ মিয়া ওই গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন জানান, বিকেলে মোশাহিদ স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এসময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন মোশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে ডা. নির্জয় ভট্টাচার্য তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসআই