হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেখানে অবস্থানকালে নৌপ্রধান তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, মহড়া ইত্যাদি আয়োজনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। তাছাড়া সেখানে অবস্থানকালে তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাগুলো পরিদর্শন করেন।
এ সফর দু’দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরও জোড়দার করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
নৌবাহিনী প্রধান গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরব সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জিপি