ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

২৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠালো শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
২৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠালো শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), ঢাকা শিক্ষাবোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে আলোচিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩০ জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে ২৩ জনকে ঢাকার বাইরে পাঠানো হয়েছে। 

নিজ বেতন ও বেতনক্রমে বদলি করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক, উপপরিচালক, ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ ও স্কুল পরিদর্শকসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে দুর্নীতি, ক্ষমতার দাপটসহ নানা অভিযোগে আলোচিত ছিলেন ওই ৩০ কর্মকর্তারা।

মাউশি পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) ড. মো. সেলিমকে মাদারীপুরের বরহামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ করে পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অর্থনীতির অধ্যাপক ড. মো. আশফাকুশ সালেহীনকে যশোরের সরকারি এমএম কলেজে বদলি করা হয়েছে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এটিএম মঈনুল হোসেনকে খুলনা সরকারি কলেজে, কলেজ উপপরিদর্শক মন্মথ রঞ্জন বাড়ৈ রাজশাহী কলেজে পাঠানো হয়েছে।

মাউশির উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ফজলে এলাহীকে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ, উপপরিচালক (কলেজ-২) মো. মেসবাউদ্দিনকে ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজ, উপপরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) এসমএম কামাল উদ্দিন হায়দারকে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. শফিকুল ইসলাম সিদ্দিকিকে ভোলা সরকারি কলেজে পাঠানো হয়েছে।

মাউশি সহকারী পরিচালক (কলেজ-৪) জাকির হোসেনকে ফেনীর জিয়া সরকারি মহিলা কলেজ, উপপরিচারক (প্রশিক্ষণ) খ ম রাশেদুল হাসানকে যশোর সরকারি এমএম কলেজ, উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মোহাম্মদ নাজমুল হককে শরীয়তপুরের সরকারি কলেজে পাঠানো হয়েছে।

মাউশির গবেষণা কর্মকর্তা (মাধ্যমিক) মো. হাবিবুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা বেগম বরিশালের সরকারি বিএম কলেজ, উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়কে ফরিদপুরের রাজেন্দ্র সরকারি কলেজ, সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম সরকারি কলেজে পাঠানো হয়েছে।

এনসিটিবির বিশেষজ্ঞ মনিরা বেগমকে ফেনীর জিয়া সরকারি মহিলা কলেজ, বিশেষজ্ঞ (শিক্ষাক্রম উইং মাধ্যমিক) শাহীনারা বেগমকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে, সম্পাদক দিলরুবা আহমেদকে নারায়ণগঞ্জ তেলারাম সরকারি কলেজ, বিশেষজ্ঞ (মাধ্যমিক) ফাতেমা নাসিমা আক্তারকে রাজবাড়ী সরকারি কলেজ, গবেষণা কর্মকর্তা মারুফা বেগমকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ, গবেষণা কর্মকর্তা (মাধ্যমিক) মোহাম্মদ শাহ আলমকে রাজবাড়ী সরকারি কলেজ, উৎপাদন নিয়ন্ত্রক আব্দুল মজিদকে রাজশাহী কলেজে বদলি করা হয়।

ঢাকার পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা পরিদর্শক কাওসার হোসেনকে চট্টগ্রামের সরকারি টিটি কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক টিএম জাকির হোসেনকে নওগাঁর সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ করা হয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাসকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে বদলি করা হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলামকে জয়পুরহাট সরকারি কলেজে পাঠানো হয়েছে।

কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন আহম্মদকে নওগাঁ সরকারি কলেজ, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পাঠানো হয়।

বরিশাল শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার তালুকদারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এবং বরিশাল সরকারি বিএম কলেজের দর্শনের অধ্যাপক মো. হেমায়েত উদ্দিনকে বগুড়ার সরকারি আযিজুল হক কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দূতাবাসে কর্মরত ১৬ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮/আপডেট: ১৫৫৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।