ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
পেকুয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার পুলিশের হাতে আটক সন্ত্রাসী/ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে মো. জমির (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

জমির উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বটতলী জুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, উপজেলার বনাঞ্চলসমূহে ত্রাস সৃষ্টিকারী দা বাহিনীর সদস্য জমিরের বিরুদ্ধে ১২ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ধরতে একাধিকার অভিযান পরিচালনা করতে হয়েছে। তারেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ জুমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জমির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।