ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
উখিয়ায় টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় মুসিলম আহমদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উখিয়ার কোর্টবাজারের ঝাউতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসিলম একই উপজেলার রুমখা বড়বিল মৌলভি পাড়া এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে এবং পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

।  

প্রত্যেক্ষদর্শী সূত্র জানা যায়, মুসলিম প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি টমটম পেছন থেকে ধক্কায় দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।