ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় তিনদিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
সিংড়ায় তিনদিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চলনবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মিমি আকতার (৮) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্কুলে গিয়ে সে নিখোঁজ হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মিমি নিখোঁজ হওয়ার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।  
 
পারিবারিক ও স্কুল সূত্রে জানা যায়, স্কুল দ্বিতীয় শিফট হওয়ায় মিমি প্রতিদিনের মত গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুলে যায়। স্কুলে গিয়ে শ্রেণি কক্ষে তার বই-খাতা রেখে মিমি নিখোঁজ হয়।  
 
স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই দিন মিমি স্কুলে এসে তার বই-খাতা রেখে কোথায় যায়, তার খবর সহপাঠীরা সহ কেউই জানে না। পরে তার পরিবারকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।