ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আশু‌লিয়ায় ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

আশু‌লিয়া (সাভার): আশু‌লিয়ায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২২ ফেব্রুয়ারি) বি‌কে‌লে আশু‌লিয়ার ঘোষবাগ ও ইয়ারপুর তাজপুর থে‌কে তা‌দের আটক করা হয়।

আটকরা হলেন- আশু‌লিয়ার কাঠগড়া এলাকার আলী আকব‌রের ছে‌লে মে‌হেদী হো‌সেন ও গাজীপুর জেলার জয়‌দেবপুর থানার বাগবাড়ি এলাকার আ‌জিজ সরকা‌রের ছে‌লে আ‌মিনুর ইসলাম সরকার‌।

আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক (এসআই) জা‌মিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ঘোষবাগ এলাকা থে‌কে মে‌হেদী‌কে আটক করা হয়। প‌রে তার দেওয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে তাজপুর এলাকা থে‌কে আ‌মিনুরকে আটক করা হয়। এসময় তা‌দের কাছ থে‌কে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তি‌নি আরো বলেন, তা‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে এক‌টি মামলা দায়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। এছাড়া তা‌দের ত‌থ্যের ভি‌ত্তি‌তে আরো ক‌য়েকজন‌কে আট‌কে অ‌ভিযান চল‌ছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।