ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাসের সুপারভাইজারের ঘুষিতে নারী যাত্রী জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বাসের সুপারভাইজারের ঘুষিতে নারী যাত্রী জখম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় চৌমাশিয়া বাজার বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের সুপার ভাইজারের ঘুষিতে শ্যামলী রানী (২৬) নামে এক যাত্রী জখম হয়েছেন।
 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। শ্যামলী রানী পত্নীতলা উপজেলার খাড়াইল গ্রামের নিরেন কর্মকারের স্ত্রী।

 

শ্যামলী রানী স্বামী নিরেন বাংলানিউজকে বলেন, বিকেলে স্ত্রীসহ আমি পত্নীতলা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় চৌমাশিয়া বাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। এসময় নওগাঁ থেকে নিতপুরগামী যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার আমাদের তাদের বাসে উঠতে বলে। আমরা তার বাসে না উঠায় বাসের সুপারভাইজার আমার স্ত্রীকে উদ্দেশে করে অশ্লিল মন্তব্য করে। আমার স্ত্রী তার কথার প্রতিবাদ করলে সুপারভাইজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমার স্ত্রীর নাকে ঘুষি মেরে রক্তাক্ত করে। এসময় আমি আমার স্ত্রীকে সামলাতে গিয়ে বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার স্ত্রীকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।

নওহাটা পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফারুক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।