ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ প্রতিদিন কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বাংলাদেশ প্রতিদিন কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আর নেই

ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

 

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মহিউদ্দিনের মৃত্যু হয়।

মহিউদ্দিন আহমেদ ১৯৫২ সালে চাঁদপুরের মতলব উপজেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।