ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ চালক আটক আটক কাভার্ড ভ্যান চালক

কক্সবাজার: টেকনাফের ১২ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (২৮) নামে এক কাভার্ড ভ্যান চালক আটক করেছে পুলিশ। ইয়াবা বহনের দায়ে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ভ্যান চালক যুবক উখিয়া উপজেলার পশ্চিম বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে।

সূত্র জানায়, টেকনাফ হয়ে সানমুন ব্রান্ডের একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম যাওয়ার পথে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সামনে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টিটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।