রোববার (২৫ ফেব্রুয়ারি) নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে সব প্রস্তুতি শেষ হয়েছে।
নিহতদের স্মৃতির প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধিরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরআর