ঢাকা: রাজধানীর মহাখালীতে নাসির (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলানিউজকে জানান, নাসির পেশায় একজন ঠিকাদার।
তিনি ওই মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা নাসিরকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
পিএম/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।