ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় আগ্নেয়াস্ত্র, গানপাউডারসহ তিন জঙ্গি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
পুঠিয়ায় আগ্নেয়াস্ত্র, গানপাউডারসহ তিন জঙ্গি আটক

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও গানপাউডারসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫ এর সদস্যরা।

র‌্যাব-৫ এর সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি হাতবোমা বোমা ও দু’টি জিহাদী বই এবং গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বর্তমানে র‌্যাব-৫ এর সদর দফতরে রেখে তাদের জিজ্ঞাসাবাবাদ চলছে।

এ নিয়ে র‌্যাব-৫ সদর দফতরে বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন মেজর আশরাফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।