ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের গত আগস্টের শেষ থেকেই বাংলাদেশমুখী ছিল রোহিঙ্গা ঢল। ছবিটি গত সেপ্টেম্বরে আঞ্জুমানপাড়া থেকে তোলা

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা জানান।

বৈঠক সূত্র বাংলানিউজকে একথা জানিয়েছে।

সূত্র বলছে, মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে নতুন রাষ্ট্রদূত জানিয়েছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ বাসভূমে ফেরাতে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি।

এদিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।

রাষ্ট্রদূত ইউ এলউইন বলেন, আমার মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।