ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উঁচু করা হচ্ছে দক্ষিণখানের সড়ক, জলাবদ্ধতা দূর হবে তো?

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
উঁচু করা হচ্ছে দক্ষিণখানের সড়ক, জলাবদ্ধতা দূর হবে তো? এই শুকনো মৌসুমেও মোল্লারটেক বাজারে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

ঢাকা: উন্নয়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। তবে কাঙ্ক্ষিত সুফলের আশায় প্রতিদিন এসব ভোগান্তি সহ্য করেই চলাচল করছেন নগরবাসী।    

খোঁড়াখুঁড়ির ভোগান্তিতে দক্ষিণখানের বাসিন্দারাশনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক রেলগেট থেকে প্রেমবাগান হয়ে গাওয়াইর পর্যন্ত ঘুরে ভোগান্তির দেখা যায়, জলাবদ্ধতা এড়াতে দক্ষিণখান এলাকায় সড়ক মেরামতের কাজ চলছে। সড়কটি আরও উঁচু করা হচ্ছে।

দুই পাশে ইটের বেস্টনি দিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এরপর দেওয়া হবে আরসিসি ঢালাই। সড়কের পাশে দেখা গেছে সরু একটি ড্রেন। সড়কের কাজ চললেও সেখানে পয়ঃনিষ্কাশনের ড্রেনেজের কাজ করা হয়নি।

এদিকে, স্থানীয়রা বাংলানিউজকে বলেন, এর আগেও এই সড়কটিতে আরসিসি ঢালাই করা হয়েছিল। কিন্তু বেশিদিন টেকেনি। এবারও আরসিসি ঢালাই করা হচ্ছে, কতোদিন টেকে সেটিই আমাদের প্রশ্ন। ড্রেনেজ ব্যবস্থা না করেই রাস্তা উঁচু করলে লাভ কী? কিছুদিন পর আবার ড্রেনের কাজ শুরু করবে, সেজন্য আবার চলবে রাস্তা খোঁড়াখুঁড়ি। তাতে আমাদের ভোগান্তি কোথায় কমছে? 

দক্ষিণখানের প্রেমবাগান হাজি মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বাংলানিউজকে বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য আমরা চরম ভোগান্তিতে আছি। রাস্তা উঁচু করা হচ্ছে। এতে জলাবদ্ধতা কমবে বলে মনে হচ্ছে না। কারণ তখন সড়কের তুলনায় আশপাশের ঘরবাড়ি অনেক নিচু হয়ে যাবে। যদি ড্রেন গভীর না হয় তাহলে স্বাভাবিকভাবে পানি সরবে না। উল্টো আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে।  

সরেজমিন দেখা যায়, এই শুকনো মৌসুমেও মোল্লারটেক বাজারে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনের ময়লা পানির নিচে পুরো সড়কটি। এ কারণে সাধারণ মানুষ খুব কষ্ট করে দুই পাশে থাকা দোকানপাট ঘেঁষে চলাচল করছে।  দক্ষিণখানে উঁচু করা হচ্ছে সড়ক

এর একটু সামনে প্রেমবাগান হাজি মার্কেট বাজার। সেখানে বালু ফেলে সড়ক আটকে রাখা হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। হেঁটে চলাচল করাও কিছুটা কষ্টসাধ্য। এদিক থেকে দক্ষিণখান কসাইবাড়ি ও মাস্টারবাড়ি যেতে হলে অটোরিকশা বা রিকশা নিয়ে যেতে হবে আশকোনা হয়ে দক্ষিণখান থানা রোডের সামনে দিয়ে।  

স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণখান কসাইবাড়ি রোড থেকে শুরু করে এ পর্যন্ত রাস্তার কাজ চলছে প্রায় দেড় মাস ধরে। রাস্তা উঁচু করা তো নয়, আমাদের ভোগান্তি যেন আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন রাস্তা থেকে দুই ফুট নিচে পড়ে যাচ্ছে বাড়ির ভিটে। দালান ভেঙ্গে কীভাবে উঁচু করবো সে বিষয়ে ভাবছি। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই ভোগান্তি সহ্য করেই চলাচল করতে হচ্ছে।  

পথচারী মাকসুদ বলেন, অনেকেই এই ভোগান্তি এড়াতে আশকোনা হয়ে দক্ষিণখান থানা রোড ব্যবহার করছেন।  দক্ষিণখানে দেড় মাস ধরে চলছে সড়ক মেরামত।

স্থানীয়রা জানান, বিগত ১০ বছরে এই সড়কটি দুইবার উঁচু করা হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন খনন করে গভীর করা হয় না। এতে সমস্যা রয়েই যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসজেএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।