ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে  ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় সেলিম মিয়া ও সালাম মিয়ার ২০টি ঝুট গুদামে ও পাশে কাঠের দোকানসহ ৯টি দোকানে আগুন লাগে। আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

**গাজীপুরে ঝুট গুদামে আগুন

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।