রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধারে কাজ চালাচ্ছে। এর আগে ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার হামিদ মিয়া (৩০) দোয়ারাবাজার উপজেলার বোগলা গ্রামের বাসিন্দা। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটিতে করে দোয়ারাবাজার উপজেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রাবার ড্যাম নির্মাণের রড ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম থেকে আসছিল। ট্রাকটি লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলি ব্রিজে ওঠলে অতিরিক্ত মাল বোঝাই হওয়ার কারণে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।
নোয়ারাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মনির উদ্দিন বাংলানিউজকে জানান, বেইলি ব্রিজে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক ওঠে পড়ায় ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
ছাতক ফয়ার স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন বাংলানিউজকে জানান, এখনও উদ্ধার কাজ চলছে। হাউড্রেলিক কাটার মেশিন দ্বারা ট্রাকটির দরজা ও বডি কাটার চেষ্টা চলছে। মরদেহ দু’টিই ট্রাকের নিচে চাপা পড়ে আছে। তবে মরদেহগুলো উদ্ধার করতে কত সময় লাগবে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি এ কর্মকর্তা।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
** সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক চালক ও হেলপার নিহত
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/