ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ও মোটরসাইকেল সংঘর্ষে মিল্টন ওঝা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

নিহত মিল্টন ওঝা কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকী এলাকার গোপাল ওঝার ছেলে ও মোটরসাইকেল চালক।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল চালিয়ে স্থানীয় সাতানি বাজার থেকে আওরাবুনিয়া বাজারের দিকে যাচ্ছিলো মিল্টন ওঝা। এসময় মোটরসাইকেলটি ছিটকী চৌধুরী হিস্যা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিল্টন ওঝা, থ্রি হুইলার চালক মিল্টন রায় (২৮), যাত্রী মো. মন্নান হাওলাদার (৬৫) ও স্বপন শীল (৪৫) গুরুতর আহত হন।

এসময় আহতাবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ওঝকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মিল্টন ওঝার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে। তবে এখন পর‌্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।