ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বই লিখে প্রকাশকদের দুয়ারে ঘুরেছেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বই লিখে প্রকাশকদের দুয়ারে ঘুরেছেন মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: ‘প্রিন্সিপাল অব ইন্সুরেন্স’ নামে একটি বই লিখে প্রকাশকদের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৯৬৭ সালে এইচএসসির ছাত্র থাকা অবস্থায় তিনি একাধিক প্রকাশকের কাছে গিয়েছিলেন বইটি প্রকাশের জন্য।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ বিমা খাত উন্নয়ন প্রকল্পের অনুমোদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মুস্তফা কামাল।

ছাত্র থাকা অবস্থায় বই লেখার অভিজ্ঞতা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কমার্সের ছাত্র।

বিমা ও ইন্সুরেন্সের বিষয়ে আমার ভালো ধারণা ছিলো। সেই ধারণার ওপর ভিত্তি করেই একটা বই লিখি। কিন্তু কেউ বই প্রকাশ করতে চায়নি। সবাই বলেছে তুমি বয়সে ছোটো, তোমার বই ছাপা হবে না।  

তবে শেষ পর্যায়ে এসে আলী পাবলিকেশন আমার বই ছাপতে রাজি হয়। তবে এর সঙ্গে একটা শর্ত জুড়ে দেয়। আলী পাবলিকেশন বলে তোমার বই ছাপা হবে যদি তোমার কোনো এক শিক্ষকের প্রত্যয়নপত্র নিয়ে আসো।

এরপরে আমি অনেক কষ্টে শিক্ষকের প্রত্যয়নপত্র নিয়ে আসি। কিন্তু বইয়ে আমার নাম দিতে চায়নি। পরে সেই স্যারের অনুরোধে আমার লেখা বইয়ে আমার নাম গেছে। আলী পাবলিকেশন সেই সময় আমাকে ১ হাজার ৬০০ টাকাও দিয়েছিলো। পরে সেই টাকা দিয়ে পড়ালেখার খরচ চালিয়েছি, যোগ করেন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।