ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকসহ বিক্রেতা আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
রাজধানীতে মাদকসহ বিক্রেতা আটক ১

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ রফিকুল ইসলাম পান্নু (৪৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান বাংলানিউজকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন ৩৯/১ উমেশ দত্ত রোডের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা পান্নুকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পান্নু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি শারমিন জাহান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পিএম/আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।