ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাবেয়া-রোকাইয়াকে আলাদা করার প্রস্তুতি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
রাবেয়া-রোকাইয়াকে আলাদা করার প্রস্তুতি শুরু রাকেয়া ও রোকাইয়া। ফাইল ফটো

পাবনা: পাবনা চাটমোহরে জোড়া মাথার দুই শিশু রাকেয়া ও রোকাইয়াকে অস্ত্র পাচারের মাধ্যমে আলাদা করার প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে তাদের অস্ত্র পাচারের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু হয়।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাঙ্গেরি থেকে একজন বিশেষজ্ঞ সার্জন ঢাকায় পৌঁছেছেন বলে জানা যায়।

তার সঙ্গে ঢাকা মেডিকেলের আরো ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক মিলে একটি দল গঠন করা হয়েছে। পুরো কার্যক্রমের সমন্বয় করছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

চিকিৎসার বিষয়ে সামন্ত লাল সেন বলেন, কয়েক মাস আগে চাটমোহরের শিশু দু’টির ছবি দেখিয়ে তাদের চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সংসদ সদস্য। মাথা জোড়া শিশুকে নিয়ে গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরই প্রধানমন্ত্রী শিশু দু’টিকে তার কাছে পাঠান। তখন বিদেশের একদল চিকিৎসক ঢাকায় এসেছিলেন এবং শিশু দু’টিকে দেখে আশ্বাস দেন তাদের আলাদা করা সম্ভব।

মঙ্গলবার থেকে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাদের মাথার পরীক্ষার কাজ শুরু হবে। আশা করছি, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা মূল অপারেশনের কাজ শুরু করবো।

২০ মাস বয়সি শিশু দু’টি একজনের নাম রাবেয়া ইসলাম অন্যজনের নাম রোকাইয়া ইসলাম। তাদের মা তাসলিমা খাতুন ও বাবা রফিকুল ইসলাম আশায় বুক বেঁধেছেন স্বাভাবিক শিশুদের মতো তাদের আদরের সন্তানরাও যেন এ পৃথিবীতে বেড়ে উঠুক।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।