ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রত্নগর্ভা সম্মাননা পেলেন রোসনে আরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
রত্নগর্ভা সম্মাননা পেলেন রোসনে আরা রত্নগর্ভা সম্মাননা পেলেন রোসনে আরা

ঢাকা: রত্নগর্ভা সম্মাননা (মরণোত্তর) পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ৫নং ওসমানপুর ইউনিয়নের পাতাকোটের রোসনে আরা বেগম।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন রোসনে আরারা ছেলে ডা. এসএস ফারুকের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সেচ্ছাসেবী সংঘঠন ‘প্রজন্ম মিরসরাই’এর ৭ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, মুক্তিযুদ্বের সময় রোসনে আরার স্বামী চট্টগ্রাম বন্দরের
কর্মকর্তা শহীদ বদিউজ্জামান, একমাত্র কন্যা হামিদা বেগম ও দুই সন্তানকে পাকিস্তানী সৈন্যরা চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করেন।

এদিকে, রোসনে আরার বড় ছেলে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার আকবর ইউছুফ সেলিম, মেজ ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক (অব.) ও সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক, সেজ ছেলে বিগ্রেডিয়ার জেনারেল অব বাংলাদেশ সেনাবাহিনী শাহ নুর জিলানী
শাহিন ও ছোট ছেলে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহ আলভি তুহিন।

এছাড়াও অনুষ্ঠানে আরো ১৭জন রত্নগর্ভা মাকে সম্মাননা, দুই গুণীব্যক্তিকে সংবর্ধনা এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১০৩ জনকে মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি রাজিব দাশ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।