ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে র‌্যালি বুধবার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে র‌্যালি বুধবার   সংবাদ সম্মেলনে সিলেটের বিভাগীয় কমিশনার-ছবি-বাংলানিউজ

সিলেট: পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে সব পেশার মানুষের অংশগ্রহণ চান সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মত নাজমানারা খানুম। এ লক্ষ্যে বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরীতে র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানান তিনি। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিচ্ছন্ন সিলেট মহানগরী গড়তে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যেখানে-সেখানে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ড্রেন-নালা পরিষ্কার রাখাসহ বিভিন্ন কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।  

বিভাগীয় কমিশনার জানান, সিলেট সিটি করপোরেশন ব্যবস্থাপনায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

র‌্যালিতে পিকআপ ভ্যানে ২শ’ স্কাউট সদস্য অংশ নেবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত র‌্যালি করা হবে। সেখানে সমাবেশের মাধ্যমে শেষ হবে।  

এতে অংশ নেবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের কর্মী, সংবাদমাধ্যম কর্মী, সংস্কৃতি কর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেন, জনগণের মধ্যে সচেতনতা ও তাদের মানসিকতার পরিবর্তন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।  

নগর পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ডভিত্তিক কমিটি করা হবে জানিয়ে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত রাষ্ট্রের সূচক। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রস্তুতি সভা করে কিভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব নগরীর বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।