ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
গাংনীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষ্ণা বিশ্বাসের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের একটি আম বাগান থেকে কৃষ্ণা বিশ্বাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কৃষ্ণা বিশ্বাস ওই গ্রামের মৃত গোবিন্দা বিশ্বাসের ছেলে।

মৃত ব্যক্তির স্ত্রী যমুনা বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমার স্বামী পেশায় একজন নরসুন্দর। পারিবারিক অভাব অনটনের জন্য কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। তিনি ঋণের টাকা পরিশোধ করা নিয়ে খুব চিন্তিত ছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে দোকানে পান নেওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেনি। রাত থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল। আজকে সকালে তার মরদেহ একটি আম বাগানে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি হরেন্দ্রনাথ সরকার আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এনিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।