ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনে মেয়র খোকন/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে নিজ নিজ বসতবাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনে ক্র্যাশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি স্বাস্থ্য বিভাগ।


 
১০ দিনব্যাপী এ ক্র্যাশ কর্মসূচির অধীনে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পাঁচটি অঞ্চলে প্রতিদিন ৩১৮টি ফগার মেশিন দিয়ে স্প্রে করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিন এক নম্বর অঞ্চলের ৭টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এসময় মেয়র নিজে ফগার মেশিন দিয়ে চারুকলা ইনস্টিটিউটে স্প্রে করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তার বক্তব্যে বলেন, এবছর ঢাকা সিটিতে মশার উৎপাত একটু বেশি হলেও দক্ষিণ সিটির পুরান ঢাকা অঞ্চলে মশা নিয়ন্ত্রণে রয়েছে। তবে মশা নেই একথা আমি বলবো না। মশা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্য বিভাগসহ সব কাউন্সিলর সদা প্রস্তুত। এবছরও যেনো মশা মারাত্মক আকার ধারণ না করে এজন্য আমাদের সব শক্তি এক করে আজ থেকে ক্র্যাশ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এতে প্রতিদিন একটি অঞ্চলে সব ইউনিট একসঙ্গে কাজ করে মশা নিধন করবে। আমরা মশার প্রজনন কেন্দ্রও ধ্বংস করবো।
 
মেয়র বলেন, এবছর শীতের শেষ থেকেই নগরীতে কিউলেক্স মশা বেড়েছে। তবে এ মশা স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। তবুও গতবছর হঠাৎ করে সম্পূর্ণ নতুন একটি রোগ চিকুনগুনিয়া ব্যাপক আকার ধারণ করেছিলো। সবার সহযোগিতায় সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছি।  

‘এবছর যাতে তেমন কোনো ব্যাপকতা না পায় এজন্য চিকুনগুনিয়া প্রতিরোধে আগে থেকেই নগরবাসীকে সতর্ক হতে হবে। আমি নগরবাসীর কাছে অনুরোধ করবো আপনারা নিজ নিজ বসতবাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখবেন। আমাদের সহযোগিতা করবেন। ’
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশন আগাম ব্যবস্থা নিয়েছে। তবুও একই ওষুধ বার বার ব্যবহার করলে মশারা শরীরে প্রতিরোধক তৈরি করতে পারে এজন্য বিশেষজ্ঞদের পরামর্শমতো ওষুধের মাত্রা বা ধরন পরিবর্তন করা হবে।
 
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিনসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।