ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
নাটোরে অস্ত্রসহ যুবক আটক নাটোরে অস্ত্রসহ যুবক আটক

নাটোর: নাটোরের সিংড়ায় একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ বাবু (৩২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৫)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটক বাবু সিংড়া উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

র‍্যাব-৫, নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাশিয়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক নিজ বসতবাড়ির টয়লেটের ছাদ থেকে একটি ধারালো হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সিংড়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।