বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে বাড়ির পার্শ্ববর্তী গাছের ডালে ফাঁসিতে ঝোলা অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পায় স্বজনেরা। তিনি ওই গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী জুয়েলের সঙ্গে স্ত্রী আকলিমার ঝগড়া হয়। এতে অভিমান করে আকলিমা গভীর রাতের যেকোনো সময় সবার অজান্তে বাড়ির সামনের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে ঘুম থেকে উঠে স্বজনরা মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এফইএস/এএটি