বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবেলজয়ী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান এবং যুক্তরাজ্যের মরিয়েড মুগুয়ার।
এর আগে তারা সোমবার কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই তিন নারী রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্প পরিদর্শনে তাদের মর্মস্পর্শী অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমইউএম/এএ