বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, সকালে ঢামেক হাসপাতালে নতুন ভবনের ক্যাথল্যাবে এ রক্তনালী বন্ধের প্রক্রিয়া শুরু হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার শিশু দু’টির মস্তিষ্কের মূল শিরা (রক্তনালী) বন্ধ করে বিকল্প হিসেবে পাশের উপ শিরাগুলো চালু রাখা হয়েছে।
এসময় সব চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুক্রবার (০১ মার্চ) রাবেয়া-রোকাইয়ার এমআরআই করানো হবে। তার পর সবকিছু দেখে ঠিক থাকলে চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আগত হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ সার্জন ফিরে যাবেন। তিন মাস পরে তারা আবার আসবেন বলেও জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/