ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধ করা হয়েছে রাবেয়া-রোকাইয়ার মস্তিষ্কের একটি রক্তনালী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বন্ধ করা হয়েছে রাবেয়া-রোকাইয়ার মস্তিষ্কের একটি রক্তনালী যমজ কন্যাশিশু রাবেয়া-রোকাইয়া/ ছবি: বাংলানিউজ

ঢাকা: পাবনার মাথা জোড়া লাগানো যমজ কন্যাশিশু রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রামের মাধ্যমে মস্তিষ্কের একটি রক্তনালী বন্ধ করা হয়েছে। জোড়া মাথা আলাদা করার প্রস্তুতির দ্বিতীয় দিনে মাথার মূল রক্তনালী বন্ধ করা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, সকালে ঢামেক হাসপাতালে নতুন ভবনের ক্যাথল্যাবে এ রক্তনালী বন্ধের প্রক্রিয়া শুরু হয়।

প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লেগেছে এ রক্তনালী বন্ধ করতে। শিশু দু’টিকে এখন ঢামেক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার শিশু দু’টির মস্তিষ্কের মূল শিরা (রক্তনালী) বন্ধ করে বিকল্প হিসেবে পাশের উপ শিরাগুলো চালু রাখা হয়েছে।

এসময় সব চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুক্রবার (০১ মার্চ) রাবেয়া-রোকাইয়ার এমআরআই করানো হবে। তার পর সবকিছু দেখে ঠিক থাকলে চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আগত হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ সার্জন ফিরে যাবেন। তিন মাস পরে তারা আবার আসবেন বলেও জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।