ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বাগেরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা বাগেরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা

বাগেরহাট: বাগেরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় জেলার নয়টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭টি দল অংশ নিয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের সহকারী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।