ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আটক ২

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে যৌন হয়রানির অপমান সইতে না পেরে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় রহিম মাতব্বর ও আসিফ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার মাদবরেরচর আরএম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।

এসময় মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকার কাছে পার্শ্ববর্তী আলতাফ মাতব্বরের কান্দি গ্রামের শান্ত, ফারুক ও রুবেলসহ পাঁচ থেকে ছয়জনের একটি বখাটেদল মোটরসাইকেলে করে গিয়ে মেয়েটিকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ অপমান সইতে না পেরে বাড়ি ফিরে মেয়েটি টয়লেট ক্লিনার পান করে আত্মহত্যার চেষ্টা করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, মেয়েটি ফরিদপুরে চিকিৎসাধীন। বিকেলে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ দুইজনকে আটক করে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।