ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরের বাস চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
উত্তরের বাস চলাচল শুরু জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা

বগুড়া: বগুড়া জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সফল আলোচনার পর বগুড়ার উপর দিয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল শুরু করেছে। দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর এ বাস চলাচল শুরু হলো।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনায় বসেন।

আলোচনা চলে বিকেল পৌনে ৫টা পর্যন্ত।

আলোচনায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, বিআরটিএ’র সহকারী পরিচালক কাজী মো. মোরছালীন, রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, জয়পুরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ মালিক-শ্রমিক সংগঠনের একাধিক নেতা অংশ নেন।

শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল নিয়ে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বগুড়া হয়ে উত্তরের ১১ জেলার ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আলোচনায় অংশ নেওয়া নেতাদের বক্তব্যে উঠে আসে দ্বন্দ্বের এসব তথ্য।   

বিষয়টি সমাধান করতে আলোচনা সভা থেকেই জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার দ্বন্দ্বের জের মেটাতে মোবাইল ফোনে কয়েক দফায় ঢাকার নেতাদের সঙ্গে কথা বলেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধান্ত হয় বগুড়ার উপর দিয়ে ঢাকার সঙ্গে উত্তরের ১১ জেলার সঙ্গে বাস চলাচল আগের মতো স্বাভাবিক থাকবে। এই সিদ্ধান্তের পর বাসের কাউন্টারগুলো খুলতে শুরু করে। শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া আন্তঃজেলা কোচ টার্মিনাল থেকে বের করা হয় ঢাকাগামী বাসগুলো।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ মন্ডল বাংলানিউজকে জানান, ঢাকামুখী বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী আগের মতোই উত্তরের ১১ জেলা থেকে বগুড়ার উপর দিয়ে ঢাকার বাস চলাচল শুরু করেছে। তবে কিছু সমস্যা রয়ে গেছে। যা ঢাকার নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।