ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
শার্শায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা থেকে পিস্তল ও গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার জামতলা থেকে তা‌কে গ্রেফতার ক‌রা হয়।

সোহান উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পু‌লিশ জানায়, শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় কয়েকজন সন্ত্রাসী নাশকতার উদ্দে‌শে অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সোহানকে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ
গ্রেফতার করা হলে অন্যরা পালিয়ে যায়।  

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার সোহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।