ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- মা শাহানারা বেগম (৪০) ও মেয়ে শারমিন (১৩)। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী শেখদি স্কুল রোড এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ওই বাড়ির ছাদে কয়েকজন মিলে গল্প করতে ছিলেন।

এসময় ছাদের পাশে থাকা একটি রড সরাতে গেলে মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রডটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে ছিলো। এছাড়া এ ঘটনায় মৃত শারমিনের খালা সাজেদা বেগম (৩৮) ও ওই বাসার ম্যানেজার জ্যোস্না বেগম আহত হয়েছেন।

আহদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের কোনো অভিযাগ না থাকার তাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।